তাসকিনদের আজই নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি রাজশাহীর
Published: 16th, January 2025 GMT
বিপিএলের দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বর্জন করেছিলেন। বৃহস্পতিবার তারা ৫০ শতাংশ অর্থ প্রাপ্তির আশ্বাসে পুনরায় অনুশীলনে নেমেছে।
দুর্বার রাজশাহীর অপারেশন ইন চার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আজই স্থানীয় ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক নগদ অর্থে পরিশোধ করা হবে।
বিবৃতি জায়েদ বলেছেন, ‘১৬ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারা পারিশ্রমিক পেয়ে যাবেন এটা নিয়ে কোন সংশয় নেই। আমরা পারিশ্রমিক দিতে দেরি করেছি, এটা অস্বীকার করছি না। আমরা সকল ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়েছি, কারণ এমনটা হওয়া উচিত হয়নি।’
তিনি বলেন, ‘আমরা কালকের মধ্যে (বৃহস্পতিবার) ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেব। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ২৫ শতাংশ নগদ ও বাকি ২৫ শতাংশ চেকের মাধ্যমে পরিশোধ করবো।’ জানা গেছে, রাজশাহী বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ২৫ শতাংশ পারিশ্রমিক শোধ করেছে।
বিসিবির পরিচালক মানজুর আলমও জানিয়েছেন, সমস্যার সমাধান হয়ে যাবে আজকের মধ্যে। বিষয়টি নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ অনলাইনে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ও কয়েক জন ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
বিপিএল শুরুর আগে পারিশ্রমিক নিয়ে নিয়ম বেধে দিয়েছিল বিসিবি। সেখানে টুর্নামেন্ট শুরুর আগে দেশি-বিদেশি ক্রিকেটার ও স্টাফদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ছিল। ২৫ শতাংশ পারিশ্রমিক টুর্নামেন্ট চলাকালীন দেওয়ার কথা ছিল। বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক টুর্নামেন্ট শেষে দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ওই নিয়ম মানেনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।