বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন তিনি। নেপালের বিপক্ষে ফাইনালে তার গোল ছিল শুধু জয়ের নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশে তার সাংকেতিক বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।
ঋতুপর্ণার সেই বার্তার অর্থ কী? অনেকে মনে করেন, এটি তার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশকারী নিন্দুকদের উদ্দেশে ছিল। মাঠে নিজের দক্ষতায় তিনি বুঝিয়ে দিয়েছেন, সমালোচনার জবাব আসে পারফরম্যান্স দিয়েই।
তবে এই বার্তা শুধু মাঠেই থেমে থাকেনি। গত সোমবার ঋতুপর্ণা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে দেখা যায় ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে একই ভঙ্গিতে পোজ দিতে। ধারণা করা হচ্ছে, এটি হয়তো ইয়ামাহার একটি ফটোশুটের অংশ।
অনেকে মনে করছেন, এই ছবি দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর প্রতি একই বার্তা দিয়েছেন। কেননা, যে সেরা তার প্রতিক্রিয়া সবসময়ই হয় ক্লাসিক এবং সময়োপযোগী। সেরারা সময়মতো নিজের সামর্থ্যের জানান দেয়। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত