বন্দরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার উদ্বোধন
Published: 18th, January 2025 GMT
বন্দরের শান্তিনগরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর নামের একটি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ আসর মিলাদ ও দোয়ার মাহফিলের মাধ্যমে দ্বীনি এ প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে।
 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনÑদারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফ নারায়ণগঞ্জের পীর আল্লামা কাজী মেফতাহ উদ্দিন জসিম। 
 বন্দর মদনগঞ্জ গাউছুল আজম জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,  আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মাদবর, মাদ্রাসার পরিচালক মোঃ জুয়াদুল ইসলাম জুয়েল, পরিচালক জিয়াউর রহমান জিন্নাহ, মাদ্রাসার মুহতামীম মুফতি আব্দুর রশিদ প্রমুখ। 
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ন ত নগর
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।