বন্দরের শান্তিনগরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর নামের একটি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ আসর মিলাদ ও দোয়ার মাহফিলের মাধ্যমে দ্বীনি এ প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে। 


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনÑদারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফ নারায়ণগঞ্জের পীর আল্লামা কাজী মেফতাহ উদ্দিন জসিম। 


বন্দর মদনগঞ্জ গাউছুল আজম জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,  আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মাদবর, মাদ্রাসার পরিচালক মোঃ জুয়াদুল ইসলাম জুয়েল, পরিচালক জিয়াউর রহমান জিন্নাহ, মাদ্রাসার মুহতামীম মুফতি আব্দুর রশিদ প্রমুখ। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ন ত নগর

এছাড়াও পড়ুন:

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

রামু থানার ওসি তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন:

গোপালগঞ্জে পিকআপে বাসের ধাক্কা, আহত ২৫ 

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার মেয়ে এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় জানা যায়নি। 

রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন দুপুরে ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় ভারুয়াখালীমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা রেললাইন অতিক্রম করছিল। ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যান।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে। 

ওসি তৈয়বুর রহমান জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ