ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ
Published: 18th, January 2025 GMT
পঞ্চগড়ের কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার সকালে প্রায় দুই ঘণ্টা রেললাইনে দাঁড়িয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নিলে গন্তব্যের উদ্দেশে পঞ্চগড় স্টেশন ছেড়ে যায় আন্তঃনগর ট্রেনটি।
অবরোধকারীদের অভিযোগ, বোদা ও আটোয়ারী উপজেলার মানুষের জন্য ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য সুবিধাজনক কিসমত স্টেশন। এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। আজ রোববার থেকে ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার করা হয়। এ জন্য স্থানীয়রা ক্ষোভে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেন। এতে অংশ নেন শতাধিক মানুষ।
স্থানীয় আব্দুল করিম বলেন, কিসমত স্টেশনটিতে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী যাওয়া-আসা করেন। তাই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, যেন নিয়মিত চালু রাখা হয়, সে দাবিতে অবরোধ করা হয়েছে। অবরোধের খবর শুনে ইউএনও ও পুলিশ এসে কথা বলেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এই স্টেশনে এক্সপ্রেস ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল। এটি সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা যাত্রা বিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করেন।
আটোয়ারী ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন, শনিবার সকালে কিসমত রেলস্টেশনে অবরোধের খবর পেয়ে সেখানে গিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্য লিখিত আকারে দিতে বলা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক সমত
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ