ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের কসমেটিকস উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে এ চক্রের হোতা ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি। এক চালানেই চক্রটি সরকারের শুল্ক ফাঁকি দিয়েছে ৬ লাখ টাকা।

সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মিজানুর রহমান।

তিনি বলেন, রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানের ভিতরে ও আটক ফিরোজের বাসায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। চার ধরনের প্রডাক্টের মোট ২৫ হাজার ৪৪ পিস প্রসাধনী উদ্ধার করা হয়।

মো.

মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আশায় বর্ডারে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই চক্রটি নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এতে দুই দেশের বর্ডার স্থানীয়রা সহযোগিতা করছে। বিশেষ করে কুমিল্লার বর্ডার দিয়ে এই প্রসাধনী ঢুকছে, তাদের ধরতে গোয়েন্দা তৎপরতা চলছে।

গ্রেপ্তার ফিরোজসহ চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এমপ

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ