ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এসলাম (২৬) নামে এক আফ্রিকান নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ওই আফ্রিকান নাগরিককে আটক করা হয়।

ফেনী বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর থেকে আফ্রিকান সুদানি নাগরিক এসলামকে আটক করে। 

আফ্রিকান নাগরিক এসলামের স্বামীর নাম মোহাম্মদ হামদ, বাবার নাম আবদেল রহিম। তার সুদানের কার্তম বেরিতে। আটক ব্যক্তিকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, একশ ইউএস ডলার, একটি ভারতীয় ২০ রুপি, একটি ভারতীয় ১০ রুপির নোট এবং ব্যবহৃত দুটি কাপড় ও ব্যাগসহ ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই এলাকা থেকে ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে। স্থানীয় মানবপাচার চক্র এই কাজে নিয়োজিত আছে বলে জানা গেছে।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে.

কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ