দুবাই থেকে দেশে ফিরে যাত্রীবাহী বাসযোগে কুমিল্লায় ফিরছিলেন প্রবাসী আবু হানিফ। পথে র‌্যাবের পোশাক পরা এবং ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল হাতে একটি দল ওই বাসে উঠে টানাহেঁচড়া করে প্রবাসী ও তার এক সঙ্গীকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের হাত, পা ও চোখ বেধে মারধর করে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে নগদ ২১ লাখ টাকা ও পাসপোর্ট মোবাইলসহ মালামাল রেখে মাইক্রো থেকে রাস্তার পাশে ফেলে চলে যায়। গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। গত ৭ দিনেও এ ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। 

এদিকে র‌্যাব জানিয়েছে, র‌্যাবের পোশাক পরা হলেও দুষ্কৃতকারীরা র‌্যাবের কেউ নয়। 

নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আবদুল লতিফের ছেলে আবু হানিফ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া দুবাই থেকে গত ১৪ জানুয়ারি ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। এদিন তারা বিমান বন্দর থেকে বায়তুল মোকাররম এলাকায় গিয়ে কিছু ডলার বিক্রি করেন। পরে তারা দুপুর দেড়টার দিকে এশিয়া লাইন পরিবহনের একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হন। 

সোমবার দুপুরে কুমিল্লা নগরীর রেইস কোর্স এলাকার নিজ বাসায় মামলার বাদী প্রবাসী আবু হানিফ ঘটনার বর্ণনা দিয়ে সমকালকে বলেন, আমাদের বাসটি বন্দর থানার কেওঢালা এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি হাইয়েজ গাড়ি (মাইক্রোবাস) এসে বাসের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এসময় র‌্যাবের পোশাক পরিহিত ৩/৪ জন ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল হাতে বাসে উঠে আমাদের (আবু হানিফ ও রাজিব) বিরুদ্ধে মামলা আছে বলে হ্যান্ডকাপ লাগিয়ে টানাহেচড়া করে সঙ্গে থাকা দুইটি ব্যাগসহ জোরপূর্বক বাস থেকে নামায়। এসময় আমরা চিৎকার করতে থাকি, যাত্রীরাও তাদের বাধা দেয়। এসময় গাড়ির স্টাফরা ঘটনার ভিডিও করে। কিন্তু তারা কারো বাধা কর্ণপাত না করে আমাদের নামিয়ে তাদের মাইক্রোতে তুলে হাত-পা ও চোখ বেধে মারধর করে। এ সময় তারা পায়ে গুলি করে। তারা আমাদের নিকট থাকা কিছু ডলারসহ ২১ লাখ ৩৫ হাজার টাকা, ৩টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকাল ৫টার দিকে ঢাকার ডেমরা এলাকায় নির্জন রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে বিষয়টি র‌্যাব ও থানা পুলিশকে জানানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে ১৬ জানুয়ারি বন্দর থানায় মামলা দায়ের করেন বলে জানান।

বাস চালক শাহীন কাদির বলেন, র‌্যাবের পোশাক থাকায় আমরা নিশ্চিত হতে পারিনি এরা আসল না ভুয়া। বাস থেকে নামিয়ে দ্রুত গাড়িটি চলে যায়।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, র‌্যাবের পোশাক পরিহিত যেসব দুর্বৃত্ত বাস থামিয়ে দুই প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে টাকাসহ মালামাল লুটে নিয়েছে তারা র‌্যাবের কেউ নন। ঘটনার সময় মুঠোফোনে ধারণ করা ভিডিও থেকে দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, মহাসড়কে সংঘবদ্ধ গ্রুপ রয়েছে। তাদের একটি গ্রুপ যানবাহন ফলো করে, আরেক গ্রুপ অপারেশন (ঘটনা সংঘটিত) করে। ঘটনাস্থলের পাশে একটি ইউটার্ন আছে, ঘটনা করে তারা নিরাপদে শটকে পরে। ঘটনার পর সেখানে নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত ৫ আগস্টের ঘটনায় ক্যামেরাগুলো বিনষ্ট হওয়ায় ওই দিনের ভিডিওচিত্র ধারণ করা নেই। আমরা ধারণ করা ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ব র প শ ক পর এল ক য় ঘটন র

এছাড়াও পড়ুন:

মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার হৃদয় বিদারক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট জিমখানা মোড় এলাকায় মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহাম্মেদ এর নির্দেশনায় এ দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এদেশে বিগত ১৭ বছর কি হয়েছে আপনারা জানেন। বাংলাদেশের মালিকানা ছিলো শেখ হাসিনার বেনেটি ব্যাগের ভিতরে। গত ১৬ বছর বাংলাদেশের কোন মালিকানা ছিলো না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো হাসিনা সরকার।

২৪শের ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষকে নিজের হুকুমে গুলি করে হত্যা করিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার হুকুমে হাজার হাজার ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়ে ও গুলি করে হত্যা করে সরকারি বাহিনী। এরপর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ড. মো. ইউনুস সাহেব বাংলাদেশের জনগণ আপনাকে অনেক সম্মান করে। আপনি এই সম্মান ধরে রাখুন। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচন দুরে সরাবেন না। কোন দলের প্ররোচনায় পড়ে নির্বাচনকে প্রভাবিত করে কালক্ষেপণ দেরি করবেন না। তাহলে দেশে আবার ফ্যাসিষ্ট শেখ হাসিনা পূর্ণবাসিত হতে পারে।

আর এই বিষয়ে  যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে তার দায় বার ইউনুস সাহেব আপনাকে নিতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবেনা। শেখ হাসিনাকে আবারও পূর্নবাসনের জন্য পায়তারা চলছে তা কোন ভাবেই সফল হতে দেয়া যাবে না।

পরিশেষে আহবান জানাই বিমান দূৃর্ঘটনায় নিহততের পরিবারকে ৫ কোটি করে ক্ষতি পূরন দিতে হবে বলে দাবী জানাই। তাছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ আমাদের নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.  হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি সহ দ্রুত সুস্থতা কামনায় করি।

সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর বেপারী, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর. আহামেদ মনির, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ১৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইসমাইল, সদস্য স্বপন, মো. মোশাররফ, মো. রাসেল, মো. সবুজ, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক পারভেজ, যুবদল নেতা মো. হারুন, মো. খোরশেদ, মো. ফয়সাল, মো. রনি, ব্লগার বাপ্পি, মেজর সুমন প্রমুখ।

আলোচনা ও মত বিনিময় সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন, মাওলানা মো. আমান উল্লাহ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি কামনা সহ দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত
  • সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ
  • না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা 
  • বিজয় মিছিলকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি 
  • শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • সাম্প্রদায়িক কোন উস্কানিতে পা দিবেন না : টিপু
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
  • মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন