হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন
Published: 21st, January 2025 GMT
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ সব ক্রিকেটারের জন্যই বিশেষ কিছু। একদিকে আর্থিক প্রাপ্তি, অন্যদিকে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করার সুযোগ। তবে এই সুযোগ হাতছাড়া হওয়া কতটা হতাশাজনক হতে পারে? এমন প্রশ্নের জবাবে তাসকিন আহমেদ জানালেন, তিনি মোটেও হতাশ নন।
আইপিএল খেলার সুযোগ প্রায় পেয়েও হারিয়েছেন তাসকিন। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটেও তার নাম ছিল। তাসকিনের বিপিএল দল দুর্বার রাজশাহীর মেন্টর ইজাজ আহমেদ জানিয়েছিলেন, লাহোর কালান্দার্সের সঙ্গে তিনি তাসকিনের বিষয়ে কথা বলবেন। তবে শেষ পর্যন্ত পিএসএল থেকে ডাক পাননি তাসকিন।
পিএসএলের ড্রাফট থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। কিন্তু অভিজ্ঞ তাসকিন আহমেদকে কোনো দল নেয়নি। বিষয়টি হতাশাজনক কি না, এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? যদি নিজের দেশকে ভালোভাবে সেবা দিতে পারি, যেখানেই খেলি ভালো করতে পারি, তবে সুযোগ আসবে। এর আগে তিনবার আইপিএলে ডাক পেয়েও যেতে পারিনি। হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। আমি একদমই হতাশ নই।’
তাসকিন জানান, ড্রাফটে দল না পেলেও তিনি এখনো আশাবাদী। কোনো দল যদি খেলোয়াড় বদল করতে চায়, সেক্ষেত্রে সুযোগ আসতে পারে। তার ভাষায়, ‘ড্রাফটে দল পাইনি, কিন্তু কেউ যদি বদলি খেলোয়াড় প্রয়োজন মনে করে, তখন ডাক আসতে পারে। পিএসএলের ক্ষেত্রেও বিষয়টি একই। ব্যক্তিগতভাবে এখনো কারও সঙ্গে যোগাযোগ হয়নি।’
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে তাসকিনের অভিষেক হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সেখানে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে আইপিএল ও পিএসএলে এখনো অপেক্ষা তার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়