মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একটি স্মারকলিপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার বিবিসি জানিয়েছিল, দক্ষিণ সীমান্তে এক হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। তারা সেখানে প্রতিবন্ধক স্থাপনে সহায়তা করবে কিন্তু ‘আইন প্রয়োগের’ কাজে জড়িত থাকবে না। এটি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ।

বৃহস্পতিবার বিবিসি তার মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা একটি অভ্যন্তরীণ সরকারি স্মারকলিপির বরাত দিয়ে জানিয়েছে, প্রকৃতপক্ষে ১০ হাজার সেনা মোতায়েনের সম্ভাব্যতার কথা বলা হয়েছে।

শুল্ক ও সীমান্ত সুরক্ষা স্মারকলিপিটি ২১ জানুয়ারি- ট্রাম্পের শপথ গ্রহণের একদিন পর তৈরি করা হয়েছে। এতে ‘১০ হাজার সেনা’ পাঠানোর পরিকল্পনা দেখানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে যে এক হাজার ৫০০ সেনা পাঠানো হচ্ছে তা সেই ১০ হাজার সেনারই অংশ। তারা সীমান্তে ইতিমধ্যেই মোতায়েন থাকা দুই হাজার ৫০০ সেনার সাথে যোগ দেবে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলো নির্বাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের ‘হোল্ডিং ফ্যাসিলিটি’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১০ হ জ র স ন স ম রকল প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ