৭২.৬ মিলিয়ন ডলারে মিশরীয় মারমুশকে দলে নিলো ম্যানসিটি
Published: 23rd, January 2025 GMT
এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৭২.৬ মিলিয়ন ডলারে সাড়ে চার বছরের জন্য তাকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বিষয়টি জানায় ম্যানসিটি।
‘’২৫ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার সাড়ে চার বছরের চুক্তিতে ইতিহাস স্টেডিয়ামে এসেছে, সে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ক্লাবেই থাকবে।’’
ম্যানসিটির সঙ্গে চুক্তি করে মারমুশ বলেছেন, ‘‘এটা এমন একটি দিন যেটা আমি কখনোই ভুলবো না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করাটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমি খুবই উচ্ছ্বসিত। আমার পরিবার গর্বিত। আমরা সবাই ম্যানচেস্টারে আসতে পেরে খুবই আনন্দিত।’’
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল
গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে
‘‘এখানে পেপ গার্দিওলার মতো কোচ আছেন। তার টেকনিক্যাল স্টাফরা আছেন। বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। একজন খেলোয়াড়ের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। এসব কিছুই আসলে আমাকে এখানে আসতে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।’’ —যোগ করেন মারমুশ।
মারমুশ ১৯৯৯ সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি দেগলার একাডেমিতে তার ফুটবলে হাতেখড়ি হয়। ১৭ বছর বয়সে তিনি প্রথম দলে জায়গা পান। পরের বছর যোগ দেন উলভসবার্গে। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় ধারে সেন্ট পাউলি ও স্টুটগার্টে যান। ২০২৩-২০২৪ মৌসুমে তিনি বিদা দলবদল ফিতে যোগ দেন ফ্রাঙ্কফুর্টে এবং ২৯ ম্যাচে ১২ গোল করেন।
দলবদলের জানুয়ারি উইন্ডোতে মারমুশ হলেন ম্যানসিটির তৃতীয় সাইনিং। তার আগে আবদুকোদির খুশানোভ ও ভিটোর রেইসকে তারা দলে ভিড়িয়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে