৭২.৬ মিলিয়ন ডলারে মিশরীয় মারমুশকে দলে নিলো ম্যানসিটি
Published: 23rd, January 2025 GMT
এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৭২.৬ মিলিয়ন ডলারে সাড়ে চার বছরের জন্য তাকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বিষয়টি জানায় ম্যানসিটি।
‘’২৫ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার সাড়ে চার বছরের চুক্তিতে ইতিহাস স্টেডিয়ামে এসেছে, সে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ক্লাবেই থাকবে।’’
ম্যানসিটির সঙ্গে চুক্তি করে মারমুশ বলেছেন, ‘‘এটা এমন একটি দিন যেটা আমি কখনোই ভুলবো না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করাটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমি খুবই উচ্ছ্বসিত। আমার পরিবার গর্বিত। আমরা সবাই ম্যানচেস্টারে আসতে পেরে খুবই আনন্দিত।’’
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল
গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে
‘‘এখানে পেপ গার্দিওলার মতো কোচ আছেন। তার টেকনিক্যাল স্টাফরা আছেন। বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। একজন খেলোয়াড়ের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। এসব কিছুই আসলে আমাকে এখানে আসতে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।’’ —যোগ করেন মারমুশ।
মারমুশ ১৯৯৯ সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি দেগলার একাডেমিতে তার ফুটবলে হাতেখড়ি হয়। ১৭ বছর বয়সে তিনি প্রথম দলে জায়গা পান। পরের বছর যোগ দেন উলভসবার্গে। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় ধারে সেন্ট পাউলি ও স্টুটগার্টে যান। ২০২৩-২০২৪ মৌসুমে তিনি বিদা দলবদল ফিতে যোগ দেন ফ্রাঙ্কফুর্টে এবং ২৯ ম্যাচে ১২ গোল করেন।
দলবদলের জানুয়ারি উইন্ডোতে মারমুশ হলেন ম্যানসিটির তৃতীয় সাইনিং। তার আগে আবদুকোদির খুশানোভ ও ভিটোর রেইসকে তারা দলে ভিড়িয়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।