এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৭২.৬ মিলিয়ন ডলারে সাড়ে চার বছরের জন্য তাকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বিষয়টি জানায় ম্যানসিটি।

‘’২৫ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার সাড়ে চার বছরের চুক্তিতে ইতিহাস স্টেডিয়ামে এসেছে, সে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ক্লাবেই থাকবে।’’

ম্যানসিটির সঙ্গে চুক্তি করে মারমুশ বলেছেন, ‘‘এটা এমন একটি দিন যেটা আমি কখনোই ভুলবো না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করাটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমি খুবই উচ্ছ্বসিত। আমার পরিবার গর্বিত। আমরা সবাই ম্যানচেস্টারে আসতে পেরে খুবই আনন্দিত।’’

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল

গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে 

‘‘এখানে পেপ গার্দিওলার মতো কোচ আছেন। তার টেকনিক্যাল স্টাফরা আছেন। বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। একজন খেলোয়াড়ের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। এসব কিছুই আসলে আমাকে এখানে আসতে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।’’ —যোগ করেন মারমুশ।

মারমুশ ১৯৯৯ সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি দেগলার একাডেমিতে তার ফুটবলে হাতেখড়ি হয়। ১৭ বছর বয়সে তিনি প্রথম দলে জায়গা পান। পরের বছর যোগ দেন উলভসবার্গে। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় ধারে সেন্ট পাউলি ও স্টুটগার্টে যান। ২০২৩-২০২৪ মৌসুমে তিনি বিদা দলবদল ফিতে যোগ দেন ফ্রাঙ্কফুর্টে এবং ২৯ ম্যাচে ১২ গোল করেন।

দলবদলের জানুয়ারি উইন্ডোতে মারমুশ হলেন ম্যানসিটির তৃতীয় সাইনিং। তার আগে আবদুকোদির খুশানোভ ও ভিটোর রেইসকে তারা দলে ভিড়িয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা