গেলো ডিসেম্বরের ২০ তারিখ রাতে বাসে করে ঢাকা থেকে নীলফামারীতে যাই। আমার ছোট ভাই আয়মান যেতে পারেনি। কারণ দাদুর বাড়িতে তখন খুব শীত। তাই আমি, বাবা, মেজো ভাই আফসান ও আমার চাচাতো ভাই ইথেন ভাইয়াসহ রওনা দিই। বাসে আমার ঘুম আসছিলো না। অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ি। ভোরে নীলফামারী পৌঁছাই। আমার দাদুর বাড়ি টুপামারী। নীলফামারী শহর থেকে দূরে। দাদুর শহরের বাসায় সকালের নাশতা খেয়ে একটু টিভি দেখি। তারপর দুপুরের ভাত খেয়ে বাইরে বসে রোদ পোহাই। তারপর দাদুবাড়িতে রওনা দিই। সেখানে গিয়ে গোসল করে চাচাতো বোন বুশানের সঙ্গে কিছুক্ষণ গল্প করি। তারপর আমার সবচেয়ে প্রিয় মোয়া আর দুধ খাই। এরপর সন্ধ্যা পর্যন্ত খেলা করি। দাদি মোয়া, খই, ভাপা পিঠা, তেলের পিঠা ও ঝাল পিঠা তৈরি করেছেন। চাচি কালো ধানের পোলাও এবং মুরগির মাংস রান্না করেছেন। বাবা বলেন, এটি হচ্ছে কালো ধান। এই ধান দেখতে কালো। কালো ধানের পোলাওগুলো আঠালো হয়। খেতেও মজা। রাতে আমি ব্যাডমিন্টন খেলি। খেলার সময় শিয়ালের ডাক শুনতে পাই।
গ্রামের মানুষ যখন চুলায় ধান সেদ্ধ করে তখন তার ভেতর ডিম দিয়ে দেয়– যাতে ধানের সঙ্গে ডিমও সেদ্ধ হয়ে যায়। রাতে ঘুমানোর সময় আমি, শিল্পী ফুপি, সোপান ভাইয়া ও বুশান এক খাটে ঘুমাই। পরের দিন নদীতে যাই। নদীর পানিতে খেলে বাসায় ফিরে আসি। ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসি। দাদুর বাড়ি আমার খুব পছন্দ। আমি আবার দাদুর বাড়ি যেতে চাই।
বয়স : ২+২+৩ বছর; প্রথম শ্রেণি, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।
এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।
‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।
‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত