গোপালগঞ্জে মেধাবৃত্তি পেল ৬০ শিক্ষার্থী
Published: 25th, January 2025 GMT
গোপালগঞ্জে ৬০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. হারুন অর রশীদ।
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.
আরো পড়ুন:
সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
নৈতিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা দেশের সম্পদ হবে: আরএমপি কমিশনার
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপাতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল।
আলোচনা সভা শেষে মেধাবিৃত্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী ১২ জনের প্রত্যেকে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১২ জনের প্রত্যেককে ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ১২ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে তুলে দেন অতিথিরা। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে মেধা স্মারক, ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//