Samakal:
2025-08-02@06:34:05 GMT

টুয়েলভে চলছে বিশেষ মূল্যছাড়

Published: 26th, January 2025 GMT

টুয়েলভে চলছে বিশেষ মূল্যছাড়

শীত ও গ্রীষ্মকালীন পোশাকে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়েছে টুয়েলভ ক্লদিং। দেশের ৪১ আউটলেটের পাশাপাশি টুয়েলভের ই-কমার্সে এই মূল্যছাড় উপভোগ করা যাবে। নারী, পুরুষ এবং শিশুদের আকর্ষণীয় সবধরণের পোশাকের দারুণ এক ফ্যাশনেবল কালেকশন সাজিয়েছে টুয়েলভ। এছাড়া, নীট, জ্যাকেটের পাশাপাশি টুপিস, থ্রিপিস, ফরমাল কিংবা পাঞ্জাবীতেও তরুণ প্রজন্মের পছন্দ এই টুয়েলভ। তারা কেনাকাটায় এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ