বিচ্ছেদের পরও সিঁদুর পরে চর্চায় শুভশ্রীর বোন, তৃতীয় বিয়ের জল্পনা
Published: 26th, January 2025 GMT
পরনে সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ি। গলায় সোনালি রঙের নেকলেস। কপালে টিপ, সিঁথিতে শোভা পাচ্ছে সিঁদুর। এমন সাজে পাওয়া গেল ভারতীয় বাংলা সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলির বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলিকে।
দেবশ্রী গাঙ্গুলি বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিগুলো দেখে অনেকে তার রূপের প্রশংসা করছেন। কিন্তু বিপত্তি ঘটেছে দেবশ্রীর সিঁথির সিঁদুর নিয়ে। কারণ বেশ আগে এ অভিনেত্রীর দ্বিতীয় সংসারে বিচ্ছেদ ঘটেছে। তাই প্রশ্ন উঠেছে, তৃতীয়বারের মতো কি বিয়ে করলেন এই অভিনেত্রী?
দেবশ্রীর তৃতীয় বিয়ের আলোচনা নিয়ে যখন ব্যস্ত নেটিজেনরা, তখন নীরবতা ভাঙলেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে দেবশ্রী বলেন, “মল্লিকার (বান্ধবী) বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম, যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই পরেছিলাম।”
আরো পড়ুন:
যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
‘আমার কাছে বিয়েটা ভীষণ আনন্দদায়ক, মজার আর ফুলফিলিং’
সংসার ভাঙার পরও সিঁদুর পরার যুক্তি ব্যাখ্যা করে দেবশ্রী গাঙ্গুলি বলেন, “আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছু ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না, যার জন্য সমাজের ক্ষতি হচ্ছে।”
২০২১ সালের এপ্রিলে সহকর্মী অমিত ভাটিয়ার সঙ্গে ঘর বাঁধেন দেবশ্রী। এটি তার দ্বিতীয় বিয়ে। বিয়ের দশদিন পরই নানাভাবে দেবশ্রীকে অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া; যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। সর্বশেষ বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান তারা।
এর আগেও দেবশ্রীর তৃতীয় বিয়ে নিয়ে নানা জল্পনা চাউর হয়েছিল। সত্যি কি তার জীবনে নতুন কেউ এসেছে? ফের বিয়ে করার বিষয়েই বা ভাবছেন? এ প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, “এমন কোনো বিষয় নেই, আপাতত বিয়ের কথাও ভাবছি না।”
‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। তা ছাড়া ‘ফাটাফাটি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র দ র পর
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।