প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নিয়ে সাপ্লাই চেইন কেস প্রতিযোগিতার আয়োজন করে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)। এটি সাপ্লাই চেইন শিক্ষার আন্তর্জাতিক সংগঠন। এতে বিভিন্ন ব্যবসায়ের সাপ্লাই চেইন-সম্পর্কিত সমস্যার সমাধান করতে হয়। সম্প্রতি এই প্রতিযোগিতায় অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম ডিইউওবি ০১০১’। এই দলের সদস্যরা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের রাওজা হোসেন, মার্কেটিং বিভাগের ফেরদৌস রহমান, ফাতিন ইশতিয়াক ও নাইমা জিয়া। গ্লোবাল সাপ্লাই চেইন কেস কম্পিটিশন অনলাইনভিত্তিক প্রতিযোগিতা। জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক এ তিন পর্যায়ে হয়ে থাকে। গত মাসে শেষ হলো মূল পর্ব। বিশ্বের প্রায় ১৫ দেশের ৩০টি দল এতে অংশ নেয়। এ সবকটি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিজয়ী হিসেবে শতভাগ বৃত্তিতে ১ হাজার ১০০ ডলার মূল্যের একটি কোর্স (সার্টিফায়েড সাপ্লাই চেইন অ্যানালিস্ট বা সিএসসিএ) করার সুযোগ ও ১ হাজার ডলার অর্থ পুরস্কার পান তারা। বিজয়ী দলের সদস্য নাইমা জিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ও জাতীয় পর্যায়ে অনেকবারই আমরা কেস কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আন্তর্জাতিক পর্যায়ের কেস কম্পিটিশনে অংশগ্রহণ এবারই প্রথম। গ্লোবাল রাউন্ডে পৌঁছানোর পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম যেন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে আনতে পারি। সে জায়গা থেকে আমরা অনেক খুশি।’ সাপ্লাই চেইন নিয়ে আরও পড়াশোনা করতে চান এ শিক্ষার্থীরা। এ সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছার কথা জানালেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, এ সাফল্য শুধু দলের অধ্যবসায় এবং দক্ষতার ফল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও ব্যবস্থাপনা শিক্ষার ক্ষেত্রেও একটি বড় অর্জন। তাদের এ জয় বৈশ্বিক মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। বিজয়ী দল DUOB-0101-কে প্রাইজমানি হিসেবে ১ হাজার মার্কিন ডলার এবং সম্মানজনক সনদ প্রদান করা হয়েছে। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।
এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।
‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।
‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত