রাজশাহীর বিদেশিদের চেয়ে দেশি ক্রিকেটাররাই সেরা: আশরাফুল
Published: 27th, January 2025 GMT
পারিশ্রমিক না পাওয়ার কারণে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ফলে পুরোপুরি দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামে বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তবুও শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে তারা ২ রানের জয় তুলে নিয়েছে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৯ রানের পুঁজি গড়ে রাজশাহী। জবাবে রংপুর ৪৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ বলে অপরাজিত ৫২ রান করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন।
ম্যাচ শেষে রাজশাহীর দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশিরাই ভালো খেলেছেন।
সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘ম্যাচের আগে শুনেছিলাম তাদের বিদেশিরা নাও খেলতে পারে। আমার কাছে মনে হয়েছে, তাদের দেশি ক্রিকেটাররাই বিদেশিদের চেয়ে ভালো খেলেছেন। এবারের বিপিএলে দলগুলোতে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারের সংখ্যা তুলনামূলক কম।’
রাজশাহীর ইনিংসে শেষদিকে সানজামুল ইসলামের ২৯ বলে ২৮ রানের ইনিংসকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন আশরাফুল। তবে রংপুরের বোলারদের পরিকল্পনার ঘাটতিও তিনি দায়ী করেন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা শেষদিকে যেখানে বল করা উচিত ছিল, সেখানে বল করতে পারেনি। বিশেষ করে রানা যদি ইয়র্কার বা ব্যাক অব লেন্থে বল করত, তাহলে অন্যকিছু হতে পারত। সানজামুল ভালো ব্যাটিং করেছেন এবং শেষদিকে তাদের জন্য গুরুত্বপূর্ণ রান এনে দিয়েছেন।’
রাজশাহীর বিপক্ষে মাঠে ফিরে সৌম্য সরকার ৮ রান করেই আউট হন। তবে আশরাফুল আত্মবিশ্বাসী যে তিনি দ্রুত ছন্দে ফিরবেন, ‘সৌম্য আমাদের মূল খেলোয়াড়। গ্লোবাল টি-টোয়েন্টিতে ও অসাধারণ খেলেছে। ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছে। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছে। আজকের উইকেট কঠিন ছিল। তবে ২ ম্যাচ বাকি আছে, আশা করি সৌম্য সেরা ফর্মে ফিরবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।