ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মানসম্মত ওয়াশরুম, স্যানিটাইজেশনসহ সাত দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপাচার্য বরাবর এসব দাবি জানানোর পর তারা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংবাদ বিবৃতির আয়োজন করে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাযের স্থান বরাদ্দ করতে হবে (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন); কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে; ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে; ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

জবি শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবির সর্বদা ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বড় একটি অংশ হলো আমাদের নারী শিক্ষার্থীরা। এসব নারী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের এ দায়িত্ববোধের জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজ নারী শিক্ষার্থীদের কল্যাণে সাতটি দাবি উপস্থাপন করেছি৷ এগুলো বাস্তবায়ন হলে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক সমস্যা সমাধান হবে বলে আশা করি।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ র থ দ র জন য ব যবস থ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়া সদরে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। জহুরুল ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থেকে বেকারি ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুলের মোবাইলে কল আসার পর তিনি বাড়ি থেকে হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে কাজ করতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। এরপর লোকমুখে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত নিবন্ধ