সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সোমবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামসুজ্জামান দুদু। 

শামসুজ্জামান দুদু বলেন, ছোট ভাইয়েরা এই সরকারে আছেন। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তবে তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এ জন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।   

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তাঁর এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপিসহ সব রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।   

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন। বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র গঠন ক

এছাড়াও পড়ুন:

মাঠ আর আগের মতো নেই: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”

তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।

ঢাকা/ইভা

সম্পর্কিত নিবন্ধ