৫ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের মাসুক মিয়া। সড়ক দুর্ঘটনায় নিহতের ২০ দিন পর আজ সোমবার বিকেলে তার মরদেহ পৌঁছায় বাড়িতে। মরদেহ পৌঁছানোর পর স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। 

নিহত মাসুক উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। 

জানা গেছে, মাসুক মিয়া ৫ মাস আগে চাকরি নিয়ে সৌদি আরব যান। গত ৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাসুক। নিহতের ২০ দিন পর সৌদি দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে আসে। সোমবার ভোরে মরদেহটি পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন মরদেহটি গ্রহণ করেন।

কামাল হোসেন জানান, আজ রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ আরব মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ