যশোরের মনিরামপুর হাসপাতালে মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতালে মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক আজ দুপুরে হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান। এ ঘটনায় ভ্যান যাত্রী নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী মেয়ে আহত হন। 

আরো পড়ুন:

পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, “মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে রুপা নামে এক গৃহবধূ মারা যান।”

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফউদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”

মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস বলেন, “স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ