মনিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
Published: 28th, January 2025 GMT
যশোরের মনিরামপুর হাসপাতালে মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতালে মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক আজ দুপুরে হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান। এ ঘটনায় ভ্যান যাত্রী নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী মেয়ে আহত হন।
আরো পড়ুন:
পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, “মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে রুপা নামে এক গৃহবধূ মারা যান।”
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফউদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস বলেন, “স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন
ছবি: সংগৃহীত