অভিনেত্রী থেকে সন্ন্যাসিনী, মমতাকে ঘিরে আখড়ায় জটিলতা
Published: 31st, January 2025 GMT
নব্বই দশকের লাস্যময়ী ও সাহসী অভিনেত্রী মমতা কুলকার্নি। অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো তারকা শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছেন। কয়েক দিন আগে আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়েছেন এই অভিনেত্রী।
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শাহরুখের নায়িকা মমতা। কিন্তু তাকে কেন্দ্র করে আখড়ায় তৈরি হয়েছে জটিলতা। মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকে।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত কিন্নর আখড়া। মমতাকে কেন্দ্র করে সেই সংস্থার ভেতরে সমস্যা তৈরি হয়েছে। মমতাকে নাকি আখড়ার অতি উচ্চ ও সম্মানীয় পদে নিযুক্ত করা হয়েছে। এই বিষয়টিই মতভেদ তৈরি করেছে আখড়ার সদস্যেদের মাঝে।
আরো পড়ুন:
কুম্ভ মেলা থেকে বলিউডে, ভাইরাল মোনালিসার ভাগ্যবদল
শ্রীদেবী কন্যাকে কখনো কেউ প্রেমের প্রস্তাব দেননি
কিন্নর আখড়া সম্পর্কে মমতার জ্ঞান কতটা রয়েছে তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে মমতাকে প্রশ্ন করা হবে বলেও শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মমতাকে। শুধু তাকেই নয়, মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা অজয় দাস এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) অজয় দাস ঘোষণা করেছেন, কিন্নর আখড়া নতুন করে সংগঠিত হবে। নতুন কাউকে মহামণ্ডলেশ্বরকে শিগগির নিয়োগ করা হবে।
মমতাকে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর বানানোর পর থেকেই বিতর্ক চলছিল। প্রশ্ন উঠছিল, কীভাবে একজন নারীকে এই আখড়ার মহামণ্ডলেশ্বর করা যায়? আর তিনি অতীতে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন।
গত ২৪ জানুয়ারি মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। এদিন পিণ্ডদানও করেন তিনি। এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন। তার নতুন নাম— শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি।
২০১৬ সালে থানে পুলিশ ২ হাজার কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে; যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত, মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। এ নিয়ে জলঘোলা কম হয়নি। গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী। কিন্তু ২৪ বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফিরেন মমতা।
১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের ‘তিরঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন মমতা কুলকার্নি। নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সাবছে বড় খিলাড়ি’-এর মতো হিট সিনেমার নায়িকা তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মমত ক র আখড় আখড় র
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।