২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত সাব্বির আহমেদ সেন্টুর উপন্যাস গ্রন্থ "স্বপ্নভরা দুটি চোখ" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫ম তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মো.

আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

ছড়াকার ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহ ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামালউদ্দিন বারী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

বিশেষ আলোচক হিসেবে ছিলেন সুরকার,গীতিকার ও কন্ঠশিল্পী এস এ শামীম,বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি।

স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার।

অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক নাফিজ আশরাফ,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, কবি ও লেখিকা লিজা কামরুন্নাহার,ব্যবসায়ী ও সমাজ সেবক ফেরদৌস আলম ভূইয়া মিঠু,কবি ও ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম,ছড়াকার নজরুল ইসলাম শান্তু,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,ঢাকা বিভাগীয় সভাপতি সেলিনা সুলতানা  শিউলি, সাপ্তাহিক সত্যের পাতা’র সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি ও চিত্রশিল্পী শম্পা ইসলাম মিনা,কবি ডাঃ বশির আহাম্মেদ তুষার,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের আহবায়ক কাজী আনিসুল হক হীরা,ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান,সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মেহফুজুর রহমান,নাট্য পরিচালক এম এ মালেক, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,টিভি ও মঞ্চ অভিনেতা খালিদ সাইফুল্লাহ, কবি আবুল কালাম আজাদ,হারুনুর রশীদ সাগর, এস এ বিপ্লব, ওমর ফারুক আল মামুন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন ও সোনিয়া আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুমন রেজা বলেন,নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাব্বির আহমেদ সেন্টু অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার ঝুলি রয়েছে সেই ঝুলি থেকে অনেক গল্প,উপন্যাস,ছড়া,কবিতার বই প্রকাশ করে যাচ্ছে। এখন যা হচ্ছে এগুলো তার সেই কষ্টের ফসল। আমার দৃঢ় বিশ্বাস সেন্টু একদিন ভাল কিছু করবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত  রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। 

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।

পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩),  নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫