পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ারদের সংগঠন মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির (২০২৫-২০২৬) সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের এক সভায় প্রকৌশলী আমিনুল ইসলামকে সভাপতি ও প্রকৌশলী সুশান্ত সাহাকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়। 

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী নাসের ফয়সাল। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি প্রকৌশলী মো.

আবু সালেহ মূসা, সহ-সভাপতি প্রকৌশলী মো. আল আমিন হোসাইন, প্রকৌশলী মো. ইব্রাহিম খাঁন, প্রকৌশলী মো. জসিম উদ্দিন,  প্রকৌশলী মো. আবদুল্লাহ রাফি, প্রকৌশলী মো. রাসেল খান সুজন, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ইউনুস, প্রকৌশলী মো. জাকারিয়া ও প্রকৌশলী মো. আরিফ হোসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহীন, প্রকৌশলী মো. আতিক উর রহমান, প্রকৌশলী মো. রাকিব ফকির, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রুবেল খান, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আরিফ মোল্লা, দফতর সম্পাদক প্রকৌশলী সুজয় দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. তারিকুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম রাজু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আফ্রিদি, সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী কাওসার হোসাইন, কল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. মারুফুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রাব্বি, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী রাহাত শিকদার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক স্থপতি মো. তারিকুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মিরাজুল ইসলাম, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. জাহিদ হোসেন,  কার্যকরী সদস্য প্রকৌশলী মো. নাদিম মাহমুদ, প্রকৌশলী এইচ এম মেহেদী হাসান রানা, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম অপু, প্রকৌশলী মো. রিয়াদ খান ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আবু বকর সিদ্দীক, প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা, প্রকৌশলী সুমন মিয়া পলাশ ও স্থপতি মো. ইমাদুল হক প্রমুখ।

ঢাকা/এএএম/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম স গঠন গঠন ক

এছাড়াও পড়ুন:

শিল্পপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে সাউথইস্ট ব্যাংক পরিবার থেকে গভীর শোক জানিয়ে বলা হয়, তিনি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য ও পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজিম উদ্দিন ১৯৪০ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তিনি নিজ জেলা ফেনীসহ বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ সমাজহিতৈষী কাজে জড়িত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষার প্রতি তাঁর প্রতিশ্রুতি ও নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই।

সম্পর্কিত নিবন্ধ