গ্র্যামি পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা
Published: 3rd, February 2025 GMT
জন্মদিনে পপ গায়িকা শাকিরার মুকুটে নয়া পালক যুক্ত হলো। ফের গ্র্যামি জয়ী হলেন তিনি। এই নিয়ে চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন বিশ্ব নন্দিত এই শিল্পী।
নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।”
বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। এ সময় উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।
এদিন শুধু পুরস্কার গ্রহণ করেননি শাকিরা। দর্শকদের সম্মোহিত করেছেন নিজের পারফর্মেন্সে। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান
তরুণ রক শিল্পীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে রকসল্ট। ব্যান্ডটি পথচলার প্রথম মাসেই ‘নিষ্পত্তি’ নামে নিজেদের প্রথম গান প্রকাশ করেছে। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে এসেছে। অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।
আরও পড়ুনবর্ষায় বাড়ছে কনসার্ট১৯ জুলাই ২০২৫রকসল্ট গানটি উৎসর্গ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে। ২৭ আগস্ট গানটি প্রকাশের কথা থাকলেও সেদিন রাতুলের মৃত্যুতে গানটির প্রকাশ স্থগিত করা হয়। ব্যান্ডটির বেজ গিটারিস্ট রাজীব প্রথম আলোকে বলেন, ‘কেইজ–এর পুরো জার্নিতে রাতুল আমাদের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিন সাউন্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আড্ডা ও পরামর্শ হয়েছে। মৃত্যুর দুদিন আগে ২৫ জুলাই আমরা একসঙ্গে গানটি শুনেছি। তাঁর এই আকস্মিক মৃত্যুর ট্রমা আমরা কাটিয়ে উঠতে পারছি না। গানটি তাঁর স্মৃতিতে উৎসর্গ করছি। তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন।’
রকসল্ট ব্যান্ডের সদস্যরা