গাজায় ইসরায়েলের হামলায় ১৫ মাসে সব মিলিয়ে ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে নিখোঁজ ফিলিস্তিনির সংখ্যা যুক্ত করে সোমবার গাজার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে তারা লাশ গণনার ভিত্তিতে নিহতের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ বলে জানিয়েছিল। ধ্বংসস্তূপে আটকা ধরা হয় ১৪ হাজার ২২২ জনকে। সব মিলিয়ে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করা গেছে। আটকা পড়াদের মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে।
গাজায় নিহতের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে। এর মধ্যে নবজাতক আছে ২১৪টি। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন। এ অবস্থায় চলমান যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে নেওয়ার আলোচনা চলছে। আলজাজিরা জানায়, সংশ্লিষ্টরা একটি স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে। 
 সোমবার যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এদিন কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর নতুন করে আলোচনা শুরু করে। নতুন করে যদি সমঝোতা না হয়, তাহলে আগামী মার্চ থেকে আবার যুদ্ধ শুরু হতে পারে।
 এ অবস্থায় ওয়াশিংটন সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগে ট্রাম্প মিসর ও জর্ডানকে গাজা থেকে আরও শরণার্থী গ্রহণের আহ্বান জানান। 
হিন্দুস্তান টাইমস জানায়, এর প্রতিবাদ জানিয়ে ইরান বলেছে, এটি ‘জাতিগত নিধনের’ শামিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কোনো তৃতীয় পক্ষ ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষও।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একের পর এক ভবন ধ্বংস করে দিচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা করছে। হামলা হচ্ছে অধিকৃত পশ্চিমতীরের জেনিনেও।
  
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।