Samakal:
2025-09-18@13:02:44 GMT

গাজায় নিহত বেড়ে ৬১,৭০৯

Published: 3rd, February 2025 GMT

গাজায় নিহত বেড়ে ৬১,৭০৯

গাজায় ইসরায়েলের হামলায় ১৫ মাসে সব মিলিয়ে ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে নিখোঁজ ফিলিস্তিনির সংখ্যা যুক্ত করে সোমবার গাজার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে তারা লাশ গণনার ভিত্তিতে নিহতের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ বলে জানিয়েছিল। ধ্বংসস্তূপে আটকা ধরা হয় ১৪ হাজার ২২২ জনকে। সব মিলিয়ে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করা গেছে। আটকা পড়াদের মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে।

গাজায় নিহতের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে। এর মধ্যে নবজাতক আছে ২১৪টি। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন। এ অবস্থায় চলমান যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে নেওয়ার আলোচনা চলছে। আলজাজিরা জানায়, সংশ্লিষ্টরা একটি স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে। 
সোমবার যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এদিন কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর নতুন করে আলোচনা শুরু করে। নতুন করে যদি সমঝোতা না হয়, তাহলে আগামী মার্চ থেকে আবার যুদ্ধ শুরু হতে পারে।
এ অবস্থায় ওয়াশিংটন সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগে ট্রাম্প মিসর ও জর্ডানকে গাজা থেকে আরও শরণার্থী গ্রহণের আহ্বান জানান। 

হিন্দুস্তান টাইমস জানায়, এর প্রতিবাদ জানিয়ে ইরান বলেছে, এটি ‘জাতিগত নিধনের’ শামিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কোনো তৃতীয় পক্ষ ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষও।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একের পর এক ভবন ধ্বংস করে দিচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা করছে। হামলা হচ্ছে অধিকৃত পশ্চিমতীরের জেনিনেও। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ