নোয়াখালীতে মাদকের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Published: 4th, February 2025 GMT
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা বিশেষ জজ আদালতের বিচারক (জেলা জজ) মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাহার (৪৬), তার স্ত্রী নার্গিস আক্তার (৩৭), মো.
নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।”
আদালত সূত্র জানায়, গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে অভিযান চালায় কবিরহাট থানা পুলিশ। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের সহযোগিতায় বাহারের ঘর থেকে তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বাহার, আনোয়ার ও শহিদ ঘরে রেখেছিলো বলে আটককৃত নার্গিস জানালে পুলিশ পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরও আটক করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাড্যভোকেট আবদুল হক।
ঢাকা/সুজন/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।