গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম
Published: 4th, February 2025 GMT
কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ভারতের পুনেতে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী।  
দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গায়কদের টানা পারফর্ম করতে হয়। যার ফলে, বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয়। সোনু নিগমেরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন গায়ক।
সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গানের সঙ্গে জমিয়ে নাচছেন সোনু নিগম। কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দ্রুত মঞ্চে ছুটে যান তার টিমের সদস্যরা। ঠিকভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। পরে মঞ্চ থেকে তাকে নামিয়ে নেওয়া হয়।
আরো পড়ুন:
আমি একজন ব্লাডি স্টার: শাহরুখ
উদিত নারায়ণের চুমুতে একাধিকবার অপ্রস্তুত হয়েছেন গায়িকা অলকা-শ্রেয়া
ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, “অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল, মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবচেয়ে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় কোনো বিপদ হয়নি।”
মূলত, শোয়ের আগে থেকেই পিঠে ব্যথা হচ্ছিল সোনু নিগমের। কিন্তু বিষয়টি পাত্তা না দিয়ে গান গাইতে মঞ্চে ওঠেন। যন্ত্রণা হওয়ার পরও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করেন এই গায়ক। দর্শকদের প্রতি ভালোবাসার নিদর্শন এঁকে প্রশংসা কুড়াচ্ছেন সোনু।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।