কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ভারতের পুনেতে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী।

দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গায়কদের টানা পারফর্ম করতে হয়। যার ফলে, বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয়। সোনু নিগমেরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন গায়ক।

সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গানের সঙ্গে জমিয়ে নাচছেন সোনু নিগম। কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দ্রুত মঞ্চে ছুটে যান তার টিমের সদস্যরা। ঠিকভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। পরে মঞ্চ থেকে তাকে নামিয়ে নেওয়া হয়।

আরো পড়ুন:

আমি একজন ব্লাডি স্টার: শাহরুখ

উদিত নারায়ণের চুমুতে একাধিকবার অপ্রস্তুত হয়েছেন গায়িকা অলকা-শ্রেয়া

ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, “অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল, মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবচেয়ে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় কোনো বিপদ হয়নি।”

মূলত, শোয়ের আগে থেকেই পিঠে ব্যথা হচ্ছিল সোনু নিগমের। কিন্তু বিষয়টি পাত্তা না দিয়ে গান গাইতে মঞ্চে ওঠেন। যন্ত্রণা হওয়ার পরও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করেন এই গায়ক। দর্শকদের প্রতি ভালোবাসার নিদর্শন এঁকে প্রশংসা কুড়াচ্ছেন সোনু।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ