পূজা দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু
Published: 4th, February 2025 GMT
সরস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে ঘুরতে এসে পথে দাগনভূঁঞার বেকের বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ বন্ধু।  
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেকের বাজারে উত্তর আলীপুর স’মিলের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন ঘটনাস্থলেই নিহত হন, অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত ৩ বন্ধুর মধ্যে দুজন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মনোরঞ্জনের ছেলে দেবু (২২) ও কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২২) ও অপরজন চৌমুহনী আলীপুরের কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩)।
নিহত সৌরভ গোস্বামী ছিলো নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নোয়াখালী থেকে পূজা দেখতে ২টি মোটরসাইকেলে করে ৫ বন্ধু ফেনীর উদ্দেশে রওয়ানা দেয়। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর দিকে ফেরার পথে বেকের বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ২ জন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আহত একজনকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।”
ঢাকা/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।