মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা করছে আমিন-স্বপন চক্র
Published: 5th, February 2025 GMT
মালয়েশিয়ার নাগরিক আমিন নূর ও তাঁর বাংলাদেশি অংশীদার রুহুল আমিন ওরফে স্বপনের সিন্ডিকেট দেশটিতে কর্মী পাঠাতে জনপ্রতি ১ লাখ ৭ হাজার টাকা করে চাঁদাবাজি করেছে। আবার যাতে সিন্ডিকেট তৈরি না হয়, সে জন্য পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সিন্ডিকেটের মূল হোতা আমিন ও স্বপনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
 আজ বুধবার এসব দাবি জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার বেশ কয়েকজন নেতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে এই স্মারকলিপি দেন। এতে রিয়াজুল ইসলাম, নোমান চৌধুরী, খন্দকার আবু আশফাক, মো.                
      
				
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে বায়রার একটি অংশ। সংগঠনটির নেতারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আবারও সিন্ডিকেট গঠনের পাঁয়তারা করছে আমিন-স্বপন চক্র।
বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজতর ও খরচ কমাতে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপিতে আরও বলা হয়, সৌদি আরবের ক্ষেত্রে ২৪ জনের ভিসাকে একক পণ্য হিসেবে ধরে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দিতে হবে। আগে ২৫টি পর্যন্ত এ সুযোগ ছিল। বর্তমানে একের অধিক ভিসা হলেই তা সত্যায়নের নিয়ম করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতিবছর একটি সিন্ডিকেট উড়োজাহাজের টিকিট মজুত করে বেশ দামে বিক্রি করে। একেকটি টিকিট দ্বিগুণ বা তার চেয়ে বেশি দামে বিক্রি করে এক শ্রেণির লোক আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। অথচ দরিদ্র বিদেশগামী কর্মীরা সর্বস্বান্ত হয়ে পড়েন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য লেবার ফেয়ার চালুর দাবি জানান তাঁরা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বপন
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।