মাদারীপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকার ওই কার্যালয়ে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, স্লোগান দিতে দিতে আজ দুপুরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। তাঁদের সঙ্গে যোগ দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা।

দেয়াল ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে মানুষ। এ সময় হাতুড়ি দিয়ে কার্যালয়ের ভেতর ও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়। পরে কার্যালয়ে বাইরে অবস্থান করে বক্তব্য দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার এলাকায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকায় ‘রক্সনরের’ নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘রক্সনর’ ঢাকায় তাদের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটি ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপ ইঞ্জিন ও গেইটজিনির মতো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করে।

সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণিতে কোম্পানিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটি ‘এক্সপিডস্টুডিও’ নামে পরিচিত ছিল। নাম পরিবর্তনের মাধ্যমে এখন তারা ‘রক্সনর’ নামে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিপ্রতিষ্ঠান ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ এবং স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানসহ এক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থিম, জায়ান্ট মার্কেটার্সের মতো সফটওয়্যার কোম্পানির ৫০টির বেশি প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি–বিদেশি সফটওয়্যার উদ্যোক্তারা।

প্রতিষ্ঠানটি এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট ও গেইটজিনি—এই তিনটি সফটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে কাজ করবে।

রক্সনরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান বলেন, ‘এই অফিস শুধু কাজের জায়গা নয়, আমাদের ভবিষ্যতের পরিকল্পনার শুরু। এখান থেকে আমরা নতুন কর্মক্ষেত্র তৈরি করব। এর সঙ্গে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরিতে কাজ করব। বাংলাদেশকে প্রযুক্তির দুনিয়ায় আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’

স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান বলেন, এক্সপিডস্টুডিও–এর নতুন করে নতুন নাম (রক্সনর) নিয়ে শুরু করা দেখে দারুণ ভালো লাগছে। এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং একটি দলের নতুন ভিশন, শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ।’

ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘অনেক দিন পর সব পরিচিত মুখের সঙ্গে দেখা হলো। অনেক উপভোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সত্যিই এটা দারুণ একটা আয়োজন।’

রক্সনর জানায়, নতুন প্রধান কার্যালয় সফটওয়্যার উন্নয়ন ও বৈশ্বিক প্রযুক্তি সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের প্রতিভা কাজে লাগিয়ে বৈশ্বিক মানের স্যাস ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক টুল সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ