মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ একদল ছাত্র-জনতা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙচুর করে তারা। এর আগে শহরের পুরান বাজার এলাকায় একত্রিত হয়ে মিছিল বের করে স্থানীয় ছাত্র-জনতা।

বিক্ষুব্ধদের দাবি, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এটি তাদের কঠোর কর্মসূচি। স্বৈরাচার ও তাদের দোসররা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আবারও তারা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই প্রতিবাদী জনগণ স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে এই আয়োজন করেছে। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

মিছিলে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, শ্রমিকদল নেতা সেলিম মুন্সী, ছাত্রদল নেতা নাজমুল হাসান মিলনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর হত্যাসহ নির্যাতন চালিয়েছে। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকের ছাত্র জনতা শেখ হাসিনা, শেখ মুজিবের বিভিন্ন জায়গায় ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা চাইতেছে না। তাই সব ভেঙে দিয়েছে। যতদিন তাদের চিহ্ন থাকবে ততদিন যুবদল ছাত্রদল রাজপথে থাকবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

ঢাকায় ‘রক্সনরের’ নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘রক্সনর’ ঢাকায় তাদের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটি ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপ ইঞ্জিন ও গেইটজিনির মতো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করে।

সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণিতে কোম্পানিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটি ‘এক্সপিডস্টুডিও’ নামে পরিচিত ছিল। নাম পরিবর্তনের মাধ্যমে এখন তারা ‘রক্সনর’ নামে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিপ্রতিষ্ঠান ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ এবং স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানসহ এক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থিম, জায়ান্ট মার্কেটার্সের মতো সফটওয়্যার কোম্পানির ৫০টির বেশি প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি–বিদেশি সফটওয়্যার উদ্যোক্তারা।

প্রতিষ্ঠানটি এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট ও গেইটজিনি—এই তিনটি সফটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে কাজ করবে।

রক্সনরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান বলেন, ‘এই অফিস শুধু কাজের জায়গা নয়, আমাদের ভবিষ্যতের পরিকল্পনার শুরু। এখান থেকে আমরা নতুন কর্মক্ষেত্র তৈরি করব। এর সঙ্গে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরিতে কাজ করব। বাংলাদেশকে প্রযুক্তির দুনিয়ায় আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’

স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান বলেন, এক্সপিডস্টুডিও–এর নতুন করে নতুন নাম (রক্সনর) নিয়ে শুরু করা দেখে দারুণ ভালো লাগছে। এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং একটি দলের নতুন ভিশন, শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ।’

ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘অনেক দিন পর সব পরিচিত মুখের সঙ্গে দেখা হলো। অনেক উপভোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সত্যিই এটা দারুণ একটা আয়োজন।’

রক্সনর জানায়, নতুন প্রধান কার্যালয় সফটওয়্যার উন্নয়ন ও বৈশ্বিক প্রযুক্তি সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের প্রতিভা কাজে লাগিয়ে বৈশ্বিক মানের স্যাস ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক টুল সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ