জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানকে সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) র হ ম আলাওল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সহসভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের (এনবিআর) একান্ত সচিব নাজমুল ইসলাম সরকার, পুলিশ সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকার এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার।

যুগ্ম সম্পাদকের দুটি পদে মোহাম্মদ সাইফুল কবির ও অনিমেষ সোম নির্বাচিত হন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোসাদ্দেক মেহ্দী ইমাম, সহ–সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হালিম, কোষাধ্যক্ষ পদে ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক পদে রবীন্দ্র চাকমা, প্রকাশনা সম্পাদক পদে শেখ হাফিজুর রহমান ও নারী বিষয়ক সম্পাদক পদে শামীম আরা নিপা নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মো.

রাশেদুল হককে প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স এস গঠন ক

এছাড়াও পড়ুন:

জ্বালানি উপদেষ্টার পিএসকে বদলি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

ওই প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত পিএস পদে থাকবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জ্বালানি উপদেষ্টার পিএসকে বদলি