না’গঞ্জ চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯
Published: 6th, February 2025 GMT
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ১৯ জন পরিচালক পদপ্রার্থীকে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন বোর্ডের সভা শেষে এই ঘোষণা আসে। এ ১৯ জন পরিচালকের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি ও দুইজন সহসভাপতি নির্বাচিত হবেন।
এর আগে গত বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের (২০২৫-২৭) নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
প্রার্থিতা প্রত্যাহার করেন জেনারেল গ্রুপের মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মো.
শেষদিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের আর প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকদের নির্বাচিত ঘোষণা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের সভায় ১৯ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।
এসোসিয়েট গ্রুপে রয়েছেন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। এবং ট্রেড গ্রুপে শ্রী বিকাশ চন্দ্র সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব র রহম ন
এছাড়াও পড়ুন:
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর (১৩) মা মামলা করেছেন। অভিযুক্ত যুবক মো. শান্তকে (২৫) গ্রেপ্তারের পর গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শান্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক মেয়েকে দিয়ে শান্ত তাঁর ঘরে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে শান্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চিৎকার দিলে শান্তর মা ঘরে এসে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় বিকেলে কিশোরীর মা সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে মামলা করে শান্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।
মেয়ের সঙ্গে এমন ঘটনায় শান্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।