Prothomalo:
2025-05-01@22:28:27 GMT

গাড়ি থেকে ১ লাখ ডিম চুরি

Published: 7th, February 2025 GMT

যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম বেড়েছে কয়েক গুণ। গত ডিসেম্বরেও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল। এই যখন পরিস্থিতি, তখন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চুরি গেছে ১ লাখ ডিম। এই চুরির রহস্য ভেদ করতে গলদঘর্ম পেনসিলভানিয়া পুলিশের। ডিম চুরি যাওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ এ রহস্যের কোনো কূলকিনারা খুঁজে পায়নি।

গত বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার বলেন, ‘আমরা বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছি। তাই আমাদের আশা, কেউ না কেউ কিছু না কিছু জানবে, তারা আমাদের ফোন করবে এবং এই চুরির ঘটনার বিষয়ে কোনো তথ্য দেবে।’

পুলিশ নিজেরাও সম্ভাব্য প্রত্যক্ষদর্শী কাউকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সিসিটিভি ফুটেজ ঘেঁটে অপরাধীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। এই রহস্য ভেদ করতে সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

বহু বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন ফ্রেজার। তিনি বলেন, ‘আমার পেশাজীবনে আমি কখনো এক লাখ ডিম চুরি যাওয়ার কথা শুনিনি। নিশ্চিতভাবেই এটা অন্য রকম।’

গত ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে গড়ে এক ডজন ডিমের দাম ছিল সোয়া ৪ ডলার। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ডিমের দাম সর্বোচ্চ ৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল।

পুলিশ জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার পর অ্যান্ট্রিম শহরতলির পিট অ্যান্ড জেরিস অর্গানিকস নামে একটি দোকানের পণ্য বিতরণ গাড়ি থেকে এক লাখ ডিম চুরি যায়।

চুরি যাওয়া ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলারের বেশি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফ্রেজার। তিনি বলেন, এর মানে এটি একটি গুরুতর অপরাধ।

বার্ড ফ্লুর কারণে যুক্তরাষ্ট্রের খামারিরা এক মাসের মধ্যে লাখ লাখ মুরগি মেরে ফেলতে বাধ্য হয়েছেন। এ কারণে দেশটিতে হঠাৎ ডিমের দাম রকেট গতিতে বাড়তে শুরু করে। দুই বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রে এখন ডিমের দাম দ্বিগুণের বেশি। সামনে ইস্টার উৎসব, কিন্তু অদূর ভবিষ্যতে ডিমসংকটের সমাধান হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

পিট অ্যান্ড জেরিস অর্গানিকস কর্তৃপক্ষ এক বিবৃতিতে ডিম চুরির ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করার কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি এবং যত দ্রুত সম্ভব চুরি রহস্যের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রহস য

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ