যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা এবার তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছেন। গাজা উপত্যকায় হু হু করে বয়ে যাওয়া হিমশীতল বাতাসে অনেক তাঁবু উড়ে গেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধরা জীবন নিয়ে শঙ্কায় পড়েছেন। বাসস্থানের পাশাপাশি গরম পোশাকের মতো মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন তারা। যুদ্ধবিরতির দুই সপ্তাহ পার হলেও গাজার লাখ লাখ মানুষ এখনও গৃহহীন। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের মধ্যেই গাজাবাসীকে এক ভয়াবহ শীতকাল পার করতে হয়েছে। যুদ্ধবিরতির পর ধ্বংসপ্রাপ্ত গাজায় দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে তীব্র শীত। 

ইসরায়েলের বোমা হামলায় গাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হাজার হাজার পরিবার জীর্ণ তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিতে তাদের দুর্ভোগ বাড়ছে। বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে ১ লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন। তাঁবুর বাসিন্দা কাসেম আবু হাসুন বলেন, রাতে ঘুম থেকে উঠে দেখি বাতাসের কারণে তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে। ঝোড়ো বাতাসে পোশাক ও খাবারে বালু ছড়িয়ে পড়েছে।

এদিকে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করবেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই হবে তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর। রুবিও ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। পরে ইসরায়েল, আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফর করবেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। তাদের অনেক জায়গা আছে। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ফোরটিনে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সূত্র: বিবিসি ও আলজাজিরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ