মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে ইলন মাস্ককে হোয়াইট হাউসের রেজলুট ডেস্কের পেছনে বসানো হয়েছে। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। খবর সিএনএনের 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখন আদালতে মামলার কারণে কিছুটা ব্যাহত হয়েছে। তবে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

টাইম-এর প্রচ্ছদে মাস্কের উপস্থিতি ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ তিনি বরাবরই এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন। ২০২৪ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়া ট্রাম্প ইতিপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বানানোর জন্য সমালোচিত হয়েছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মজা করে বলেন, ‘টাইম ম্যাগাজিনের কি এখনো ব্যবসায় টিকে আছে? আমি জানতাম না!’

টাইম–এর কভার কোনো উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিত্বকে ট্রাম্পের ছায়ার বাইরে আলাদাভাবে উপস্থাপন করার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৭ সালে ম্যাগাজিনের প্রচ্ছদে তৎকালীন প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে ‘দ্য গ্রেট ম্যানিপুলেটর’ হিসেবে দেখানো হয়েছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

সূর্যবংশীও দেখলেন এমন দিন, ‘ওয়াক্ত বদল দিয়া, জিন্দেগি বদল দি...’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি সমর্থকের একটি ভাইরাল ভিডিও আছে। ২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর ওই দর্শক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামেরার সামনে বলেছিলেন, ‘এক দম সে ওয়াক্ত বদল দিয়া, যাজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি’। যার বাংলা দাঁড়ায় অনেকটা ‘একেবারে সময় বদলে দিল, অনুভূতি বদলে দিল, জীবন বদলে দিল।’

বৈভব সূর্যবংশীকে ঘিরে এই কথাটা আজ মনে পড়তে পারে অনেকেরই। মাত্র তিন দিন আগে রেকর্ড সেঞ্চুরিতে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও আলোড়ন তোলা আবির্ভাব ঘটেছে সূর্যবংশীর, এমনও বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের মতো ক্রিকেট বিশ্লেষক।

সেই সূর্যবংশী দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পরের ম্যাচেই আজ আউট হয়েছেন শূন্য রানে।

সম্পর্কিত নিবন্ধ