রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়ারের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। এখনো সামনে আড়াই বছর থাকলেও লস ব্লাঙ্কোসরা ভিনিকে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে। 

ওই প্রস্তাব নাকি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ মাধ্যম রেলেভো আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে ভিনির সঙ্গে বৈঠকে বসেছিল রিয়াল বোর্ড। কিন্তু দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি। 

কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভিনিকে কম বেতনে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনি বর্তমানে লস ব্লাঙ্কোসদের থেকে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। তার চেয়ে ডেভিড আলাবার বেতন ২ মিলিয়ন বেশি। 

এসব কারণেই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ভিনির সঙ্গে চুক্তি নবায়নে রিয়ালের তোড় জোড় করার কারণ আছে। ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ থাকা ভিনির জন্য সৌদি প্রো লিগের ক্লাব ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। 

যে কারণে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করে ওই গুঞ্জন থামিয়ে দিতে চায়। ভিনি রিয়ালের দেওয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আপাতত রিয়াল ছাড়ার ইচ্ছে নেই তারও। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ‘রিয়ালে খুবই খুশি ভিনি।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে শিশু নিখোঁজ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।

আরো পড়ুন:

৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু

সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ