এক দেশে ছিলো এক জিরাফ। সে খুব ভয় পেতো। একদিন জিরাফ হাঁটছিলো। হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলে পৌঁছালো।
তারপর শুনলো-হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও! জিরাফ দৌড়ে গিয়ে একটি মেয়ের সঙ্গে ধাক্কা খেলো। জিরাফকে দেখে মেয়েটির খুব পছন্দ হলো। মেয়েটি বললো, তোমার নাম কী? জিরাফ বললো, আমার নাম জিরাফ। তোমার নাম কী? মেয়েটি হেসে বললো, আমার নাম শায়না। তারপর জিরাফ আর শায়না খুব ভালো বন্ধু হলো।
বয়স : ৩+৩+১ বছর; প্রথম শ্রেণি, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//