যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। খেলা তো বটেই, তার মাঝের হাফটাইম শো নিয়েও হয় ব্যাপক মাতামাতি। এখানে পারফর্ম করেন বিশ্বের নামী পপ তারকারা। এবার যেমন ছিলেন সদ্যই গ্র্যামি জেতা র‍্যাপার কেনড্রিক লামার। তবে ভক্তরা বলছেন, এবারের হাফটাইম একেবারেই জমেনি।

চলতি মাসেই গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জেতেন মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার। তাঁর হাফটাইম পারফরম্যান্স নিয়ে তাই অপেক্ষা ছিল ভক্তদের। বাংলাদেশ সময় আজ সকালে লুইজিয়ানার নিউ অরলিন্সে হাফটাইমে মঞ্চে ওঠেন লামার। গত বছর তিনি ‘নট লাইক আইস’ গান দিয়ে মাতিয়েছেন। কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে লামারের দ্বন্দ্ব অনেক দিনের। গানটিতে ড্রেকের বিরুদ্ধে রীতিমতো কামান দেগেছেন লামার।

এদিন দর্শকের প্রত্যাশা মিটিয়ে ‘নট লাইক আইস’ গেয়েছেন লামার। ‘আমি এবার সবচেয়ে প্রিয় গানটি গাইব’ বলে ১৩ মিনিটের পরিবেশনা শুরু করেন আলোচিত এই র‍্যাপার। অনেক সমালোচক মনে করেন, এবার গানের চেয়ে ড্রেককে দেখিয়ে দিতেই বেশি মনোযোগী ছিলেন গায়ক। ফলে তাঁর পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী হয়নি।

এদিন লামারের সঙ্গে পারফর্ম করেন এ সময়ের আরেক আলোচিত শিল্পী সিজা। একসঙ্গে তাঁরা ‘ব্ল্যাক প্যান্থার’-এর হিট গান ‘অল দ্য স্টারস’ গেয়ে শোনান।

লামারের পারফরম্যান্সের সময় কয়েকজনকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা তাঁকে বের করে দেন। এএফপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রফরম য ন স

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা