ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
Published: 10th, February 2025 GMT
সময় যত পার হচ্ছে ততই এগিয়ে আসছে পবিত্র রমজান শুরুর মাস। আর রমজান শেষেই বিশ্বের মুসলিমরা পালন করবে পবিত্র ঈদুল ফিতর। এজন্য এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ গণনা।  
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, এ বছর ঈদে ৩দিন সরকারি ছুটি থাকবে। তবে এবার রজমান মাস ৩০ দিনে হলে আরো অতিরিক্ত ছুটি যোগ করা হবে।
আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি নির্ভর করে চাঁদ দেখা কমিটির ওপর। ইসলামিক হিজরি অনুযায়ী দেশটি সরকারি ছুটি ঘোষণা করে থাকে।
আরো পড়ুন:
রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা
বিদায় মাহে রমজান, ব্যথিত মুমিনের হৃদয়
এ বছর কবে থেকে পবিত্র রমজান শুরু হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। এদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে।
এ বছর যদি রমজান মাস ২৯ দিনে হয়, তাহলে আগামী ৩০ মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি রমজান মাস ৩০ দিনে হয়, তাহলে ৩১ মার্চ ঈদ পালিত হবে।
সূত্র: টাইম আউট দুবাই
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন রমজ ন শ র রমজ ন সরক র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।