বন্দরে আওয়ামী লীগ নেতা ইসমাইল আটক
Published: 10th, February 2025 GMT
বন্দরে ইসমাইল হোসেন (৫২) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
তিনি চিড়ইপাড়া কলোনী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনকে আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দলীয় প্রভাবে সরকারি সম্পত্তি দখল ও জুলাই মাসে মদনপুর এলাকায় ছাত্র-জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আওয়ামীলীগ নেতা ইসমাইল থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।  
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১
বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।