বন্দরে ইসমাইল হোসেন (৫২) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।  

তিনি চিড়ইপাড়া কলোনী এলাকার  মৃত ইদ্রিস আলীর ছেলে।  সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।  

আটকের বিষয়টি নিশ্চিত করে  কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনকে আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।  

দলীয় প্রভাবে  সরকারি সম্পত্তি দখল ও   জুলাই মাসে মদনপুর এলাকায় ছাত্র-জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আওয়ামীলীগ নেতা ইসমাইল থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।   

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ