মাইকে ঘোষণা দিয়ে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামে সংঘর্ষটি হয় বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল।

আহতরা হলেন- রাজু (৪৪), শামীম (৩৬), জিয়া (৩৫) এবং পাপ্পু। 

আরো পড়ুন:

দুই দফা সংঘর্ষ শেষে শান্ত আইডিয়াল ও সিটি কলেজ

বগুড়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৩

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দাদের চাষাবাদের জমি রয়েছে হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামে। যাদের জমি রয়েছে বড় হৈবতপুর গ্রামে তাদের মধ্যে রয়েছেন চুরামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বর ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান। ক্ষমতার দাপট দেখিয়ে আনিছুর নিজের জমিতে সেচের পানি দিতেন। তিনি হৈবতপুর ইউনিয়নের বাসিন্দাদের জমির আইল কেটে দিতেন। আজ সকালে অন্যের সেচ কাজের পানি নিজের জমিতে নিতে আইল কেটে দেন আনিছুর ও তার লোকজন। গ্রামবাসী প্রতিবাদ করেন। এক পর্যায়ে আনিছুর গ্রামের এলাকার মসজিদের দুইটি মাইকে ঘোষণ দিয়ে লোকজন ডাকেন। অন্যদিকে, বড় হৈবতপুর গ্রামবাসীও চলে আসেন। 

এসময় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন যুবদল নেতা রাজু। দুই পক্ষের মধ্যে মীমাংসাও হয়ে যায়। যখন বড় হৈবতপুরের লোকজন ফিরে যাচ্ছিলেন তখন আনিছুরের নেতৃত্বে শফিক, তৌহিদ এবং রমজানসহ অন্যরা বড় হৈবতপুরের লোকজনের ওপর হামলা চালায়। ফলে গুরুতর আহত হন চারজন। পরে বড় হৈবতপুরের লোকজন এগিয়ে এলে আনিছুরের লোকজন চলে যায়। পরে স্থানীয়রা পাপ্পু বাদে অন্যদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

হৈবতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম বলেন, ‍“আওয়ামী লীগের শাসন আমলে আনিছুর মেম্বার যা ইচ্ছে তাই করেছেন। গড়ে তুলেছিলেন সন্ত্রাসী বাহিনী। ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবার, হৈবতপুরের মাঠ থেকে সাধারণ মানুষের ফসল তুলে নিযে যাওয়া, অপহরণ করে মুক্তিপণ দাবিসহ নানা ধরণের অপকর্ম সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন হৈবতপুরবাসী। থানায় অভিযোগ দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে। সরকার পতনের পর থেকে আনিছুর চক্র আত্মগোপন করে। সম্প্রতি প্রকাশ্যে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছে আনিছুরের বাহিনী।”

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মিঠুন কুমার বলেন, “আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মাথায় কয়েকটি ক্ষত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, “আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা হয়েছে।” 

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত র র ল কজন স ঘর ষ

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ