জাম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জোয়েল কামোকোকে টেলিভিশনে বিতর্কিত উপস্থিতির ঘটনার পর বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় টেলিভিশন জেডএনবিসি’র নিউজ বুলেটিন অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন নেতা ও শিক্ষামন্ত্রণালয়ের স্থায়ী সচিব জোয়েল কামোকো মাতাল অবস্থায় উপস্থিত হয়েছিলেন। তিনি সে সময় দেশটির নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা করছিলেন। এ ঘটনা পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় হাউসের প্রধান যোগাযোগ বিশেষজ্ঞ ক্লেইসন হামাসাকা একটি বিবৃতি প্রকাশ করে কারিগরি পরিষেবার দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রণালয়ের স্থায়ী সচিব হিসেবে কামোকোর চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

হামাসাকা বলেন, “জাম্বিয়ার সংবিধানের ২৭০ নম্বর অনুচ্ছেদ অনুসারে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের প্রতি কামোকোর সেবার জন্য প্রেসিডেন্ট তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করেছেন।”

তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট সকল সরকারি কর্মকর্তাদের জাতীয় কর্তব্যের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ