জাম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জোয়েল কামোকোকে টেলিভিশনে বিতর্কিত উপস্থিতির ঘটনার পর বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় টেলিভিশন জেডএনবিসি’র নিউজ বুলেটিন অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন নেতা ও শিক্ষামন্ত্রণালয়ের স্থায়ী সচিব জোয়েল কামোকো মাতাল অবস্থায় উপস্থিত হয়েছিলেন। তিনি সে সময় দেশটির নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা করছিলেন। এ ঘটনা পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় হাউসের প্রধান যোগাযোগ বিশেষজ্ঞ ক্লেইসন হামাসাকা একটি বিবৃতি প্রকাশ করে কারিগরি পরিষেবার দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রণালয়ের স্থায়ী সচিব হিসেবে কামোকোর চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

হামাসাকা বলেন, “জাম্বিয়ার সংবিধানের ২৭০ নম্বর অনুচ্ছেদ অনুসারে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের প্রতি কামোকোর সেবার জন্য প্রেসিডেন্ট তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করেছেন।”

তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট সকল সরকারি কর্মকর্তাদের জাতীয় কর্তব্যের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ