ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড পেলেন শাহমান মৈশান
Published: 13th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান ‘ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আওতায় সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে স্কলার-নাট্যকার-নির্দেশক হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁর হাতে সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’ তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ কাজের মাধ্যমে অবদান রাখেন, তাঁদের ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার দেয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয় মেডেল, সনদ ও অর্থ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমান মৈশান উত্তর-ঔপনিবেশিক বাংলাদেশে আধুনিক নাট্যরূপ বিষয়ে একজন পণ্ডিত, গবেষক, নাট্যকার ও নাট্যনির্দেশক।
তাঁর কাজে নাট্যশিল্প ও অভিনয়ের শিকড়, ইতিহাস ও সাংস্কৃতিক পরিবেশনাবিষয়ক সমালোচনাধর্মী উপস্থাপনা প্রতিফলিত হয়। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটির শেক্সপিয়ার ইনস্টিটিউট থেকে রাজনৈতিক শেক্সপিয়ার এবং আন্তসাংস্কৃতিক পারফরম্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সৃজনশীলতার নতুন ভাষা তৈরিতে অবদান রাখার জন্য তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৩.৫৫ শতাংশ।
রবিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.১০ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৭ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.০৩ টাকা বা ৩৩.৫৫ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭.৪৯ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১০.৪২ টাকা।
আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০.৭৭ টাকা।
ঢাকা/এনটি/ইভা