ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড পেলেন শাহমান মৈশান
Published: 13th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান ‘ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আওতায় সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে স্কলার-নাট্যকার-নির্দেশক হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁর হাতে সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’ তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ কাজের মাধ্যমে অবদান রাখেন, তাঁদের ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার দেয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয় মেডেল, সনদ ও অর্থ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমান মৈশান উত্তর-ঔপনিবেশিক বাংলাদেশে আধুনিক নাট্যরূপ বিষয়ে একজন পণ্ডিত, গবেষক, নাট্যকার ও নাট্যনির্দেশক।
তাঁর কাজে নাট্যশিল্প ও অভিনয়ের শিকড়, ইতিহাস ও সাংস্কৃতিক পরিবেশনাবিষয়ক সমালোচনাধর্মী উপস্থাপনা প্রতিফলিত হয়। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটির শেক্সপিয়ার ইনস্টিটিউট থেকে রাজনৈতিক শেক্সপিয়ার এবং আন্তসাংস্কৃতিক পারফরম্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সৃজনশীলতার নতুন ভাষা তৈরিতে অবদান রাখার জন্য তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউটে (Army IBA, Sylhet) ফল সেমিস্টারে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) অন্তর্ভুক্ত।
জেনে রাখুন—১. এ প্রোগ্রামে মোট ৪০ কোর্স।
২. মোট ১২৬ ক্রেডিট।
৩. প্রধান বিষয়: মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, এইচআরএম, অপারেশন ম্যানেজমেন্ট, এসসিএম, এমআইএস।
৪. শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে।
৫. ভর্তির জন্য আবেদন করার ওয়েবসাইট
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য —১. আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫।
২. ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার স্থান: ক. বিইউপি, ঢাকা, খ.আর্মি আইবিএ, সিলেট।
৪. ঠিকানা: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউট, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল২৮ এপ্রিল ২০২৫