দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ, নুরুজ্জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 13th, February 2025 GMT
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্ত্রী ও দুই সন্তানের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে দুদক। একই সঙ্গে দীপু মনির এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করে সংস্থাটি। শুনানি নিয়ে আদালত দীপু মনির এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবে জমা হয় ৩১ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে এসব ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে এসব ব্যাংক হিসাবে ২ কোটি ৩৯ লাখ টাকা জমা রয়েছে।
দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, দীপু মনির ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। অর্থ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে বলে দুদক জানতে পেরেছে। এ জন্য এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত দীপু মনির নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট গ্রেপ্তার হন দীপু মনি। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
নুরুজ্জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালতকে লিখিতভাবে দুদক জানিয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক। নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন নুরুজ্জামান।
শিবলী রুবাইয়াতের স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, তাঁর দুই সন্তান জুহায়ের শারার ইসলাম ও শাহদান ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে দুদক।
শিবলী রুবাইয়াতের স্ত্রী ও দুই সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদনে দুদক আদালতকে জানিয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। রুবাইয়াত ও তাঁর স্ত্রী-সন্তানসহ অন্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত রুবাইয়াতের স্ত্রী, দুই সন্তানসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি শিবলী রুবাইয়াত গ্রেপ্তার হন।
সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী ও তাঁর স্ত্রী বেগম গোলে নূরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁদের মেয়ে হাসনা হেনা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপমহাব্যবস্থাক (ডিজিএম) আবদুস সালামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আবু সাইদ। তাতে বলা হয়, কে এম হোসেন আলী, তাঁর স্ত্রীসহ অন্যরা ঘুষ গ্রহণ করে দলীয় পদ-বাণিজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি-বাণিজ্য, জমি দখল ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলীসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল