এক ম্যাচে প্রস্তুতি সারবে বাংলাদেশ, আফগানিস্তান খেলবে ২ ম্যাচ
Published: 13th, February 2025 GMT
বিপিএলের ডামাডোলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেভাবে নিতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ফরম্যাট ওয়ানডে। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।
মূল আসর শুরুর আগে হাতে অবশ্য সময় আছে। এরমধ্যে বাংলাদেশ সুযোগ পাচ্ছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামী ১৭ ফেব্রুয়ারি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আইসিসি জানিয়েছে, ম্যাচটি হবে দিবারাত্রির। তবে পাকিস্তান শাহিনস একইসঙ্গে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলবে, যার ফলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মূল দলের পরিবর্তে মাঠে নামবে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন একটি দল। দলে থাকবেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর ও সাহিবজাদা ফারহানদের মতো খেলোয়াড়রা।
আফগানিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে-একটি পাকিস্তান শাহিনসের বিপক্ষে ও অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে। এদিকে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাকিস্তানের আরেকটি দল, মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন শাহিনদের।
বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে সাধারণত প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে। তবে এবার ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম ভারত কোনো আইসিসি টুর্নামেন্টে প্রস্তুতি ম্যাচ ছাড়াই অংশ নিতে যাচ্ছে।
সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান, একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ, সেই মাছ লুট করলেন আড়তদারেরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জব্দ করা ৭০ কেজি জাটকা দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছিল। তবে সেই মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আড়তদারের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জাটকা রক্ষার অভিযানে আমিরাবাদ ও দশানী বাজার থেকে ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। পরে আমিরাবাদ এলাকায় জব্দ করা জাটকা উপজেলার হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় কিছু দুস্থ মানুষকেও কিছু জাটকা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জাটকা নিয়ে ওই দুই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির লোকজন সন্ধ্যায় আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছান। তখন আমিরাবাদ বাজারের মাছের আড়তদার আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া, দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করেন এবং জাটকাগুলো লুট করে নিয়ে যান।
হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন অভিযোগ করেন, মাছের ওই আড়তদারেরা তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে জাটকা লুট করে নিয়ে যান। বাধা দিয়েও কাজ হয়নি। বিষয়টি মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
এ অভিযোগের বিষয়ে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে দেলু ব্যাপারী মুঠোফোনে বলেন, জাটকা লুট করা তাঁদের উচিত হয়নি। ওই জাটকা আজ (বৃহস্পতিবার) তাঁরা ফেরত দেবেন। এটি তাঁদের বড় ভুল হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছেন। জাটকা উদ্ধারে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পাওয়ার পর জাটকা উদ্ধারে তিনি থানার ওসি ও মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতিমদের জাটকা লুট হওয়ার বিষয়টি খুব দুঃখজনক।