সিগাল ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মধ্যে চুক্তি
Published: 14th, February 2025 GMT
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাথে সিগালর্স হোটেল কক্সবাজার ও সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ টাঙ্গাইলের মধ্যে  চুক্তি সম্পাদিত হয়েছে।  
এই চুক্তির অধীনে, বিসিবিএল ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীরা এখন উভয় সিগালে বিলাসবহুল থাকা, ভালো খাবার এবং প্রিমিয়াম অভিজ্ঞতার উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোঃ মোহাসিন মিয়া (চেয়ারম্যান, বোর্ড এক্সিকিউটিভ কমিটি), মোহাম্মদ মোশারফ হোসেন (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিসিবিএল), মোহাম্মদ জিয়াউল করিম (উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিবিএল), এবং জনাব ইমাম উদ্দিন আহমেদ সাদি (জেনারেল ম্যানেজার হোটেল মার্কেটিং এন্ড সেলস) উপস্থিত ছিলেন।
ইমাম উদ্দিন আহমেদ সাদি জানান, বিসিবিএল কার্ডধারীদের বিলাসিতা, স্বাচ্ছন্দ্য এবং শিথিলতার জন্য স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত যা আগে কখনও হয়নি। বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে এক বিশ্বস্ত ও আস্থার নাম সিগাল গ্রুপ। দীর্ঘদিন ৫ তারকা মানের প্রকৃত সেবা দিয়ে আসছে এই গ্রুপটি। ঢাকার আশপাশে কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাইলে যেতে পারেন সিগ্যাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে।
ঢাকার প্রাণকেন্দ্র থেকে রওনা দিলে দুই থেকে আড়াই ঘণ্টার ভেতরে পৌঁছে যেতে পারবেন টাঙ্গাইলে সিগ্যাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। সেখানে থাকছে ডে লং ট্রিপ ও নাইট স্টে করার সুযোগ।
সাদি বলেন, কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী। কিন্তু ভ্রমণের জায়গাটি হতে হবে নিরাপদ। এজন্য কক্সবাজারে আছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল সিগাল। বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং কটেজ। কিন্তু সবগুলোতে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। নেই নিরাপত্তা। কিন্তু হোটেল ‘সিগাল’ এসব দিক থেকে ব্যতিক্রম এবং ঐতিহ্যবাহী। দীর্ঘদিন যাবত একই রকমভাবে গ্রাহকদের পাঁচ তারকা মানের সুযোগ-সুবিধা দিয়ে আসছি আমরা।
শান্ত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।