টাকার থলে হাতে ফুটবলের দলবদলে হিসাব-নিকাশ বদলে দিয়েছে সৌদি আরব। একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনে গত দুই বছরে ইউরোপিয়ান ফুটবলকে ব্যাপকভাবে ধাক্কা দিয়েছে তারা। এবার তাদের চোখ ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ভিনিসিয়ুস নিঃসন্দেহে এ সময়ের সেরা তারকাদের অন্যতম।

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের সেরা সময় পার করতে থাকা ভিনিসিয়ুসের সামনে রয়েছে ব্যক্তিগত এবং দলগতভাবে আরও অনেক কিছু জেতার হাতছানি। তবে রিয়ালে ফুটবলীয় প্রাপ্তির বিপরীতে সৌদি আরবে তাঁর জন্য রয়েছে বিপুল অর্থ পাওয়ার সুযোগ। এমন পরিস্থিতিতে প্রতিদিনই তাঁর দলবদল নিয়ে আসছে নতুন সব তথ্য।

ফলে রিয়ালের সঙ্গে চুক্তির দুই বছরের বেশি সময় (ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত) বাকি থাকলেও এখনই জমে উঠেছে গুঞ্জন। নতুন তথ্য হচ্ছে, রিয়ালকে নাকি এরই মধ্যে প্রত্যাশিত বেতনের কথা জানিয়েছেন ভিনিসিয়ুসের প্রতিনিধিরা। যদিও এটিই একমাত্র খবর নয়।

আরও পড়ুনভিনিসিয়ুসকে সৌদি ক্লাবে যেতে না দিতে নতুন যে কৌশল নিল রিয়াল০৮ ফেব্রুয়ারি ২০২৫

অন্য একটি খবর বলছে, ভিনিসিয়ুস সৌদি আরবের দেওয়া প্রস্তাব নিয়ে সৌদির রাজপরিবারের সঙ্গে আলোচনা করেছেন। আর ব্রাজিলিয়ান খেলোয়াড়ের এই আলাপের খবর নাকি ক্ষুব্ধ করেছে রিয়াল কর্তৃপক্ষকে।

পর্তুগিজ সংবাদপত্র ‘এ বোলা’ জানিয়েছে, চুক্তির প্রস্তাব নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং তাঁর প্রতিনিধিরা সৌদির রাজপরিবারের সঙ্গে একটি অনলাইন বৈঠক করেছেন। এ ভিডিও বৈঠকটি ভালোভাবে নেয়নি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ