পেরেজকে খেপিয়ে ভিনিসিয়ুস কি নিজের বিপদ ডেকে আনছেন
Published: 14th, February 2025 GMT
টাকার থলে হাতে ফুটবলের দলবদলে হিসাব-নিকাশ বদলে দিয়েছে সৌদি আরব। একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনে গত দুই বছরে ইউরোপিয়ান ফুটবলকে ব্যাপকভাবে ধাক্কা দিয়েছে তারা। এবার তাদের চোখ ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ভিনিসিয়ুস নিঃসন্দেহে এ সময়ের সেরা তারকাদের অন্যতম।
রিয়াল মাদ্রিদের হয়ে নিজের সেরা সময় পার করতে থাকা ভিনিসিয়ুসের সামনে রয়েছে ব্যক্তিগত এবং দলগতভাবে আরও অনেক কিছু জেতার হাতছানি। তবে রিয়ালে ফুটবলীয় প্রাপ্তির বিপরীতে সৌদি আরবে তাঁর জন্য রয়েছে বিপুল অর্থ পাওয়ার সুযোগ। এমন পরিস্থিতিতে প্রতিদিনই তাঁর দলবদল নিয়ে আসছে নতুন সব তথ্য।
ফলে রিয়ালের সঙ্গে চুক্তির দুই বছরের বেশি সময় (ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত) বাকি থাকলেও এখনই জমে উঠেছে গুঞ্জন। নতুন তথ্য হচ্ছে, রিয়ালকে নাকি এরই মধ্যে প্রত্যাশিত বেতনের কথা জানিয়েছেন ভিনিসিয়ুসের প্রতিনিধিরা। যদিও এটিই একমাত্র খবর নয়।
আরও পড়ুনভিনিসিয়ুসকে সৌদি ক্লাবে যেতে না দিতে নতুন যে কৌশল নিল রিয়াল০৮ ফেব্রুয়ারি ২০২৫অন্য একটি খবর বলছে, ভিনিসিয়ুস সৌদি আরবের দেওয়া প্রস্তাব নিয়ে সৌদির রাজপরিবারের সঙ্গে আলোচনা করেছেন। আর ব্রাজিলিয়ান খেলোয়াড়ের এই আলাপের খবর নাকি ক্ষুব্ধ করেছে রিয়াল কর্তৃপক্ষকে।
পর্তুগিজ সংবাদপত্র ‘এ বোলা’ জানিয়েছে, চুক্তির প্রস্তাব নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং তাঁর প্রতিনিধিরা সৌদির রাজপরিবারের সঙ্গে একটি অনলাইন বৈঠক করেছেন। এ ভিডিও বৈঠকটি ভালোভাবে নেয়নি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।
১চেলসি (২০২৩–২৪)খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো
২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো