শেখ হাসিনার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল
Published: 14th, February 2025 GMT
জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রামানিত হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর ইউটার্ন হয়ে রেন্ট-এ কার ষ্ট্যান্ডে সামনে দিয়ে গিয়ে পেপার মিলস এলাকা গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়। এসময় মিছিলে নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম হোসেনের নেতৃত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী কবির হোসেনের সার্বিক তত্তাবধানে নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র, নেতাকর্মী ও সাধারণ মানুষদের হত্যা করা হয়েছে।
সেই হত্যার ঘটনা জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রামানিত হয়েছে। তাই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা আজ রাজপথে বিক্ষোভ করেছে।
এ সময় নেতাকর্মীরা আত্মগোপনে থাকা আওয়ামী দোসরদেরও আটক করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়রগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সম্রাট আকবর, নারায়রগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতা মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন ত কর ম র য বদল
এছাড়াও পড়ুন:
কত বছর বয়সের আগে শিশুর হাতে স্মার্টফোন দেওয়া উচিত না
শৈশব-কৈশোর দুরন্তপনার আরেক নাম। মাঠ, শহরের অলিগলি, বাড়ির উঠান, ছাদ কিংবা বারান্দায় নানা খেলাধুলায় সময়টা পার করার কথা। কিন্তু দিন দিন স্মার্টফোনের দুনিয়ায় বন্দী হয়ে পড়ছে বেশির ভাগ শিশুর শৈশব। হয়তো খাওয়ানোর জন্য অথবা ব্যস্ত রাখার জন্য ছোট্ট শিশুর হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন অভিভাবক, তারপর ধীরে ধীরে সেই স্মার্টফোনের দুনিয়াতেই কখন যেন আটকা পড়েছে শিশু। জার্নাল অব দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১৩ বছর বয়সের আগে স্মার্টফোন ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।
১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে আত্মহত্যার চিন্তা, আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা, মূল্যবোধহীনতা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। ছেলেশিশুদের চেয়ে মেয়েদের মধ্যে যা বেশি মাত্রায় দেখা গেছে।