মনে পড়ছে তোমার কথা, মনে পড়ছে গান;
মনে পড়ছে চোখ লুকাতে ব্যর্থ শিরস্ত্রাণ।
একটা সন্ধ্যা মনে পড়ছে; লবঙ্গসম্ভার—
তোমার চোখে অন্তর্জলি আরক্ত অভিসার।
পায়ের শব্দে মনে পড়ছে দ্বিধান্বিত মুখ,
প্রণয়বিদ্ধ হলে মানুষ স্তম্ভিত শম্বুক।
বাইরে থাকুক যা খুশি তা–ই, কিন্তু এবং যদি—
বুকের মধ্যে বইছে আমার পুনর্ভবা নদী।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক